ওরা আসবে । হোসনেয়ারা বেগম

Author

কালেরতরী

১৭ ডিসেম্বর , ২০২১ ( শুক্রবার ) ১২:০৫

ওরা আসবে

                      -হোসনেয়ারা বেগম

 

ওরা আসবে পাহাড় নদী ডিঙিয়ে

আগুন ঝড়া রোদেলা দুপুরে,

সিংহ দুয়ার দাও খুলে সাদরে।

ওরা আসবে শতসহস্র সমুদ্রের উত্তাল ঢেউ হয়ে

শৃঙ্খলিত স্বাধীন বাংলায় শাসিত নবসূর্য হয়ে

 

ওরা আসবে ফ্যাসিবাদী শোষকের জনপদে

বীরভাগ্য বসুন্ধারায় রণাঙ্গিনী হয়ে,

না জানি কোন রুপে কম্পন তোলে কালবোশেখী হয়ে।

যে সাহসী যোদ্ধা দেশ মাতৃকার তরে

ঢেলে দিয়েছিল বুকের তাজা রক্ত,

ঠিক ওরা আসবে ইস্পাত-কঠিন শক্ত হয়ে।

 

ওরা আসবে এই চত্বরে

কুণ্ঠিত লজ্জায় ভৈরবী হাওয়ায়,

জানতে চাইবে অগ্নিবাণের  তীব্র তোড়ে

কেন এতো অবক্ষয়?

যার একটি অঙ্গুলী ইশারায় জীবন রেখে বাজি

বুকের রক্তে রঞ্জিত করলো মোদের জাতি,

তার আদর্শ নিয়েই ওরা আসবে

দূর করে দিতে জাতির দুর্গতি।

 

ওরা আসবে উৎকন্ঠিত চিত্তে

স্বপ্নভঙ্গের জ্বালা নিয়ে,

শুধুমাত্র যুদ্ধ যুদ্ধ খেলায় লিপ্ত হবে না

ভিনদেশী হায়েনার নীল থাবা রুখবে

বুকের পাঁজরে তীব্র আঘাতের দহন নেভাতে।

 

আমরা এদেশটাকে ভালোবেসে দিয়ে গেছি প্রা

দয়া করে আলোকিত করো হ্নদয় তরঙ্গ তুলে

পূর্ণতা দাও দেশ মাতৃকার তরে,

সমুজ্জ্বল করো, দুর করো যতো অন্যায় অবিচার

অস্তিত্বের স্বপ্নে আমাদের উচু করো শীর।

আর্কাইভ