নারী

Author

কালেরতরী

১৬ জানুয়ারী , ২০২২ ( রবিবার ) ১৪:৪১

নারী

               -হোসনেয়ারা বেগম 

আমি নারী  কারো দাসী নয়
মানুষ আমি এটাই আমার পরিচয় 
ভেবো না আমি কোনো  যাদুর কাঠি 
নই ঘুড়ির নাটাই কিংবা হাতের লাঠি 
যেপথ দেখাবে মোরে সে পথেই হাটি।
বরং বাড়িয়ে দাও সহযোগিতার হাত 
দু'জনার প্রচেষ্টায় সহজ হোক জীবনের পথ।

আমি নারী অর্ধাঙ্গী ও সহধর্মিনী
আমি হ্নদয় উজাড় করে ভালোবাসতে জানি 
স্বামী সংসার-সন্তান সামলেও সমাজে 
সফলতার সাক্ষর রাখতে পারি,
লজ্জা,মায়া- মমতা আমাদের ভুষণ
তাই বলে ভেবো না সকল ইচ্ছের
দিয়ে দেব বিসর্জন।

আমি নারী, আমার একই অঙ্গে অনেক রূপ
সমাজ-সংসার টিকাই জ্বালিয়ে ধুপ 
আমি সংসার বিছিন্ন কোনো মেঘমালা নই
আমারও রয়েছে গর্বিত আত্মপরিচয়,
আমি কন্যা,আমি জায়া,আমি জননী 
একই মায়াডোরে সবাইকে কাটাই জীবনী
সেটা নয় আমার কোনো দুর্বলতা
বরং সেটা আমার আমিত্বের আকুলতা।

আমি নারী, আমি ইচ্ছে করলে পারি
জগৎ- সংসারকে স্বপ্ন-স্বর্গ বানাতে
আবার নরকও করতে পারি 
পারি হাবিয়া দোজখ ধরায় আনতে,
মনে রেখ এ ত্যাগ কোনো দুর্বলতা নয় 
উদারতার অন্তরালেই এমনটি হয়
পুরুষের কষ্টের ভাগ নিতে পেতে দেই কাধ
ঘৃণা,অবজ্ঞা, বর্বরতা সরিয়ে দিতে
কার্পন্য করে না মোদের হাত। 

আমি নারী আমি গর্ভধারিনী
আমি পরিপূর্ণ, অপরিপূর্ণ নয়
আমি মা এটাই আমার উত্তম পরিচয় 
আমার পাঁয়ের সন্তানের  বেহেশত  গরুজন কয়
আমি পিপীলিকা নই যে, পাঁয়ে মারিয়ে যাবে 
বানেভাসা খড় নই  অযথা দলিয়ে যাবে
আমি বেড়াহীন খামার নই,নই অরক্ষিত
অযথা বিষ বাক্যবানে  করবে ক্ষতবিক্ষত। 

আমি নারী, নারীত্বই আমার অহংকার 
ইসলাম নারীকে দিয়েছে মর্যাদার সংসার 
দিয়েছে পদ মর্যদা ঘরে কিংবা বাহিরে
দৃষ্টান্ত রেখেছে সমানাধিকার সর্বস্তরে
অযথা আঘাত করোনা  অহামিকায়
সে ক্ষেত্রে প্রতিঘাত পাবে সুনিশ্চয়। 

নারী কিংবা নর কেউ নয় ছোট বড়
কেউ নয় দাস কিংবা দাসী
করো একে অপরকে সন্মান 
মানুষ আমরা সবাই সমান, 
সমাজে নর-নারীর সম্মিলন ছাড়া 
হয় নি কো বড় কেউ কিছু দ্বারা
তবে নর- নারীতে কেন থাকবে ব্যবধান। 

আর্কাইভ