চলে গেলেন উপদেষ্টা হাসান আরিফ

Author

কালেরতরী

২০ ডিসেম্বর , ২০২৪ ( শুক্রবার ) ১৭:২৯

জুলাই বিপ্লব পরবর্তি অর্ন্তবর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রনালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই। আজ শুক্রবার বিকাল ৩ টা ১০ মিনিটে রাজধানির ল্যাবএইড হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। গত ৮ আগস্ট অর্ন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন হাসান আরিফ। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব(এ পি এস) মোঃ আবেদ চৌধুরী। তিনি ২০০১ থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্বাবধায়ক সরকারের সময় ও তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

আর্কাইভ