মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর

কালেরতরী
২৫ নভেম্বর , ২০২১ ( বৃহস্পতিবার ) ১১:৪৩
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হওযার পর এবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত হয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। মন্ত্রী তাজুল ইসলাম জানান, মন্ত্রণালয়ে বেশ কিছু অভিযোগ এসেছে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হবে । মন্ত্রি আরও বলেন, “মেয়র মো. জাহাঙ্গীর আলমকে গাজীপুরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেখানে ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে।” বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী। নিয়ম অনুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে অভিযোগ উঠলে এবং তা আমলে নেওয়া হলে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিধান আছে।”