র‍্যাবের অভিযানে মানবপাচার চক্রের ৮ সদস্য গ্রেফতার

Author

কালেরতরী

৭ নভেম্বর , ২০২১ ( রবিবার ) ১০:৫৮

গতকাল শনিবার (৬ নভেম্বর) রাজধানী ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তুরাগ, উত্তরা, রমনা, পল্টন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট, ১৪টি নকল বিএমইটি কার্ডসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. নাইম খান ওরফে লোটাস (৩১), মো. নুরে আলম শাহরিয়ার (৩২), মো. রিমন সরকার (২৫), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বদরুল ইসলাম (৩৭), মো. খোরশেদ আলম (২৮), মো. সোহেল (২৭) ও মো. হাবিব (৩৯)। র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শনিবার র‌্যাব তুরাগ, উত্তরা, রমনা, পল্টন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি নকল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড (বিএমইটি কার্ড) বানিয়ে ভ্রমণ ভিসায় সাধারণ মানুষকে মধ্যপ্রাচ্যে পাঠাতে চেয়েছিল।  

আর্কাইভ