অনুভূত প্রেম । হোসনেয়ারা বেগম

Author

কালেরতরী

১০ ডিসেম্বর , ২০২১ ( শুক্রবার ) ১১:৫৭

অনুভূত প্রেম

             -হোসনেয়ারা বেগম

 

কোন এক বৃষ্টিঝরা দিনে

তার সাথে দেখা আমার ক্ষনিকের তরে

ভার্সিটির অডিটোরিয়াম চত্বরে,

চোখ দুটো আটকে আছে অন্য প্রান্তরে

খোলা চুল উড়ছে এলোমেলো হাওয়া

পরনে লালশাড়ী হাতে দুগাছি সোনার কাঁকন,

চোখ দুটো যেনো প্রেমের আনন্দে অমলিন।

 

খুব জানতে ইচ্ছে হলো কে তুমি হে প্রিয়দর্শিনী

আবেগ নিয়ন্ত্রণ করে ফিরে এলাম তখনই,

মন যেন রেখে এলাম সেদিন সেখানে

আহত মন বারবার যায় সেই মায়াবী বাঁধনে,

তৃষিত মন খোঁজে আশ্রয় আবার কি হবে দেখা

প্রেমান্ধ রাত্রি কাটে কি বিধি অদৃষ্টের লেখা।

 

এক্সকিউজ মি ক্ষমা করবেন মোরে

আমি চমকালাম গোপন অভিসারে,

কল্পনায় অন্ধ হলাম প্রেমের রাহুগ্রাসের ভয়ে

এক  নক্ষত্র খসে পড়লো,যেন মোর হৃদয়ে।

 

তারপর শুরু হলো নিত্য আসা-যাওয়া

সমুদ্রের তরঙ্গ যেন ফিরে এলো প্রেমের চাওয়া,

কখনো কেন্টিনে কখনো ভার্সিটির ক্যাম্পাসে

আবার কখনো অডিটোরিয়ামে

সেমিস্টারের পর সেমিস্টার কেটে গেল

ভালোবাসার প্রজ্জ্বলিত আগ্নি বানে।

 

ভাসতে ভাসতে প্রেমের তরী ভিড়লো এসে ঘাটে

দুজনেই পরেছি এসে যৌবনের অন্তরাগে

ভালোবাসার বিজন মাঠে,

হয়তো ভালোবাসায় ছিলো না কোন ভুল

তাই বাগান থেকে আনছি পেড়ে সদ্য ফোটা ফুল

হ্নদয়ের মমতায় জড়িয়ে ধরেছি তা খোঁপায়,

নব জাগরনের প্রেম বইছে আঝোর ধারায়।

আর্কাইভ