সিলেটের কাঁন্না -- হোসনেয়ারা রেনু

Author

কালেরতরী

৩০ জুন , ২০২২ ( বৃহস্পতিবার ) ২২:০৩

সিলেটের কাঁন্না

                     হোসনেয়ারা রেনু

 

ওগো রাজমাতা রাজ দুহিতা

শতসহস্র বার জানাই কৃতজ্ঞতা

স্বীকার করি পদ্মাসেতু

বাংলার গৌরব গাঁথা।

 

জানি পঁচিশে জুন হবে উদ্বোধন

অতি আনন্দের সাথে জানাই সম্মান

সবিনয় করি নিবেদন

শতকোটি এখানে খরচ না করলে কি নয়?

 

মানুষের চেয়ে বড়ো কিছু নয়

এটাই হোক তোমার আত্মপরিচয়

সিলেটের দুর্দশায় নিশ্চয় কাঁদে তোমার মন

সল্পতায় করা কি যায় না সম্মেলন?

বাকী অর্থ মানবতার তরে দাওনা বিসর্জন।

 

আহা! কি নিদারুণ কষ্ট ওদের

পানির প্লাবনে ভেসে যাচ্ছে

ফসলের মাঠ ঘাট আবাসন

অন্ন নেই, বস্ত্র নেই-নেই খাবার সংস্থান।

 

দেখ মায়ের বুকের ধন

ভেসে যাচ্ছে তীব্র জলোচ্ছ্বাসে

এতোটুক জায়গা নেই দেবে যে দাফন।

 

ওগো বঙ্গ জননী ওগো বঙ্গ কন্যা

চলো করি লংমার্চ ফারাক্কার আভিযানে

ভয় কি তোমার?

আঠারো কোটি জনতা সঙ্গী তোমার

জানাই উম্মুক্ত আহ্বান

সুরমা কুশিয়ারার ফিরিয়ে আনো নাব্যতা

হে বঙ্গমাতা।

আর্কাইভ