ছায়া সঙ্গী

Author

কালেরতরী

২৫ ডিসেম্বর , ২০২১ ( শনিবার ) ১১:১৪

ছায়া সঙ্গী

                        -হোসনেয়ারা বেগম

 

কে তুমি?

আমি যেখানে সেখানেই তুমি

আমায় ছেঁড়ে যাও না কেনো বুঝতে

পারি না আমি।

তুমি কি আমার ছায়া কেবলই ছায়া?

আসলে তুমি শুধু  মিথ্যে মায়া

তুমি ছাড়া আমি হতে চাই কায়া।

 

সবাই আমায় ছেঁড়ে গিয়েছে চলে

এ মায়াবী বাঁধন ফেলে

দ্বারা পুত্র পরিজন যা ছিলো একান্তই আপনার,

হয়েছি ছায়াহীন কি জানি কি অপরাধের তরে

শত সহস্র প্রচেষ্ঠায়ও রাখতে পারি নি ধরে

এ জগত সংসারে।

 

একাকিত্বের নিঃসঙ্গ জীবনে

পরে আছি আমি একা ব্যথার আলিঙ্গনে,

 অনাহত মন করে হাহাকার

তাতে কি লাভ বল এ যে খেলা বিধাতার,

আমি আমার মতো বেশ তো আছি

তুমি কেন রয়েছো আমার কাছে।

 

যাও চলে যাও আমা থেকে দুরে

আমি একাই পরে থাকি এ প্রান্তরে,

নিরব নিস্তব্ধতা বিদীর্ণ করে

মনে রেখ আমিও একদিন হবো ছায়াহীন

যেদিন বিধাতার দয়া  হবে সীমাহীন,

আমি তো জানি তুমি আমার ছায়া সঙ্গী

আমি ছাড়া তুমি হবে সঙ্গীহীন।

 

ছায়া তুমি আসলে মিথ্যা মরীচিকা

তাই বলছি তুমি আমায় ছেড়ে দাও একা,

তপ্ত হ্নদয়ে কম্পন তুলে পরে থাক আমার কায়া

শূন্য এ জীবনের ভার বইবার নেই  ক্ষমতা

তবু বিধাতার কাছে আশ্রয় মাগী সবিনয়,

চলে যেতে চাই

আত্ম হননের পথ সে তো পাপ সুনিশ্চয়।

আর্কাইভ