অনেক বিদেশি প্রতিষ্ঠান মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে
কালেরতরী
১ নভেম্বর , ২০২১ ( সোমবার ) ১৫:৪৪সামরিক শাসনের দেশ মিয়ানমারে গত ৯ মাস ধরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। সেই সঙ্গে ধীর হচ্ছে অর্থনীতির চাকা। এমন পরিস্থিতিতে দেশটি থেকে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এক এক করে চলে যাচ্ছে। মিয়ানমারে প্রচুর বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ থাকা সত্ত্বেও অক্টোবরেই সেখান থেকে ব্যবসা গুটিয়ে চলেছে জার্মান হোলসেলার 'মেট্রো'। সংস্থাটি স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইয়োমা গ্রুপের ইয়োমা স্ট্র্যাটেজিক হোল্ডিংসের সঙ্গে যৌথভাবে সেখানকার হোটেল-রেস্তোরাঁয় খাবার সরবরাহ করে আসছিল। শুধু জার্মান প্রতিষ্ঠান 'মেট্রো' নয়, মানবাধিকারের প্রশ্নে মিয়ানমার থেকে সরে আসতে হচ্ছে ইউরোপের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও। এর আগে গত জুলাইয়ে নরওয়ের টেলিকম সংস্থা টেলিনর গ্রুপ বলেছিল, তারা মিয়ানমারে তাদের মোবাইল কার্যক্রম ১০৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দেবে। তাদেরকে গোয়েন্দা সরঞ্জাম ব্যবহারের জন্যে মিয়ানমারের সেনারা চাপ দিচ্ছিল। একইভাবে চলতি বছরের মধ্যেই ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো মিয়ানমার ছাড়ার পরিকল্পনা করছে। শুধু ইউরোপীয় প্রতিষ্ঠানই নয়, ভারতের আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনোমিক জোন গত বুধবার জানিয়েছে, তারা মিয়ানমার থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নেবে।