আমাদের কৃষক
কালেরতরী
২১ অক্টোবর , ২০২১ ( বৃহস্পতিবার ) ১৪:৫২আমাদের কৃষক
-হোসনেয়ারা বেগম
তপ্ত দুপুরে আঁকাবাঁকা মেঠো পথে
চলেছে কৃষক ফসলের মাঠে,
ঘামভেজা শরীরে চালায় লাঙ্গল
ফলাইতে সোঁনালী ফসল।
কঠিন মাটি লাঙ্গলের ফলায় ফলায়
কী অমানবিক শ্রমে ফসল তোলে গোলায়!
জমিকে করে কষর্ণ সোঁনালী ফসলের উপযোগী
তবুও তাদের তরে কেউ হয় না মনোযোগী।
আমাদের টেবিলে মুখরোচক খাবার
জোগায় যে চাষি,
আমরা কতোটা দেই তার দায়,
কতোটা ভাবি তাদের কথা
সব চেয়ে বড় যোদ্ধা তারাই সর্বদা।
ভূমিহীন অভাগা কৃষক পরে তেভাগা ফাঁদে
সুদখোর, জোতদার দেয় সুদ বারবার,
কঠিন শ্রমের বিনিময়ে কৃষক ফলায় ফসল
হাসে জোতদার।
সল্প মূল্য ধরে, কৃষকের রক্তে ভেজা ঘামে
সোঁনালী ফসল উঠে জোতদারের ঘরে,
আর পরিজন নিয়ে কৃষক মরে অনাহারে,
সুদ, ঋণ মাথায় নিয়ে হয় দিশেহারা
তবু করে না চুরিদারি,দিয়ে যায় মাসোহারা।
কৃষকের ঘামে ভেজা ফসলের দামে
একজোড়া ইলিশ তাদের বিলাসি স্বপ্নের
তবুও ঝড় বৃষ্টি কাদায় পরোয়া নেই বিশ্রামের
নাহি নিস্তার এইতো জীবন তাদের।
মুখে বলে সবে কৃষক বাঁচলে
দেশ বাঁচবে, হবে স্বর্নিভর,
এ যে কতো শুভঙ্করের ফাঁকি
কৃষকের বুঝতে থাকে না বাকি,
তবুও ফলায় ফসল জীবন রেখে বাজি।
কৃষক আর কৃষি বাঁচাতে হলে
এগিয়ে আসতে হবে উচু মহলের,
দায়িত্ব নিতে হবে সরকারের
ফসলের ন্যায্য মূল্য করতে হবে নির্ধারণ
দিতে হবে তাদের আধুনিক প্রশিক্ষণ।
আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে কৃষক
প্রযুক্তি আর বিজ্ঞানের সমন্বয়ে হবে চাষ
দেশ হবে স্বর্নিভর,পুরু হবে সব কৃষকের আশ।