আমাদের গ্রাম
কালেরতরী
৪ ডিসেম্বর , ২০২১ ( শনিবার ) ১৫:৩১আমাদের গ্রাম
-হোসনেয়ারা বেগম
আমাদের গ্রামখানি যেন মায়ের মতোন
যেখানে রয়েছে মোর প্রাণের স্পন্দন,
কী
অপরূপ রূপ তার সবুজ শ্যামল চারিধার
ছোট ছোট বাড়িঘর যেন
অরণ্য পল্লবের আধার।
পাশ দিয়ে বয়ে চলে ছোট নদীখানি
কালের গহ্বরে তলে নেই পানি,
দু’পাশে
বালুচর উড়ে চলে গাঙচিল
খুঁজে ছোট মাছগুলো খা খা বিল ঝিল।
কৃষক চালায়
লাঙ্গল ফলায় সোনালী ফসল
কৃষাণীর নেই
ঘুম তৈরিতে পিঠা-পায়েস,
ওপাড়ার নিতাই
ঠাকুর এ পাড়ার সেলিম কারিগর
মিলেমিশে থাকে
সবে কেউ নয় কারো পর।
আমাদের গ্রামখানি মায়ার বাধন
সজীব সতেজ বায়ু বাঁচায়
প্রাণ,
মাটির এঁটো গন্ধ
ভরা ঘ্রাণ সদা যেতে চায় মন
পাঁয়ে চলা মেঠোপথে হাঁটতে হৃদয় করে আনচান।