আরও ২৫ লাখ টিকা পেল বাংলাদেশ

Author

কালেরতরী

২৮ সেপ্টেম্বর , ২০২১ ( মঙ্গলবার ) ০৪:১৫

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে ফাইজার-বায়োএনটেকের করোনা প্রতিরোধী আরও ২৫ লাখ ডোজ টিকা। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় টিকার এই চালান দেশে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোর ৫টায় আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারে ভ্যাকসিনের এই চালান  হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছছে। ভ্যাকসিনগুলি গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে টিকাগুলো ওয়্যারহাউজে পাঠানো হয়েছে।এর আগে কোভ্যাক্স সুবিধায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে এসেছে।


আর্কাইভ