আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন
কালেরতরী
৫ ডিসেম্বর , ২০২১ ( রবিবার ) ১২:১৬আগামী ৬ এবং ৯ ডিসেম্বরে অনুষ্ঠেয় দুই বিষয়ে আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এছাড়া অন্যান্য দিনের পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং নির্ধারিত সময় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, পরিবর্তিত সময়সূচি অনুসারে ৬ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য হাদিস ও উসূলুল হাদিস (২০২) বিষয়ের পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর এবং আল ফিকাহ প্রথম পত্র (২০৩) ও পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) (২২৪) পরীক্ষা ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২ ডিসেম্বর দেশব্যাপী ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং ডিপ্লোমা ইন-কমার্স চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।