ইউপি নির্বাচনে এক আদর্শিক চিন্তার ধারক শোহেব হোসেন মিয়া

Author

কালেরতরী

২১ নভেম্বর , ২০২১ ( রবিবার ) ১০:৫৫

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি, কুমিল্লা: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালীগাও একটি বর্ধিঞ্চু ইউনিয়ন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিয়নের স্থানীয় নির্বাচন ইতোমধ্যে এখানে জমে উঠেছে নির্বাচনের মাঠসরগরম হয়ে উঠেছে এলাকার প্রতিটি জনপদ নিত্যদিন মিছিল হয়,সভা হয়, প্রার্থীরা মতবিনিময় করে সকল শ্রেণির মানুষের সাথেএলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, এই ইউনিয়নের একটি ঐতিহ্য আছেএখানে কখনোই নির্বাচন নিয়ে বড় কোন সংঘাত-সংঘর্ষ হয় নিবরং এখানকার মানুষ মিলেমিশে, হাসি-আনন্দে নির্বাচন উপভোগ করেসানন্দে ভোট দেন নিজের পছন্দের পার্থীকেমালীগাও ইউনিয়নে বছর চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ঐতিহ্যবাহী তালের ছেও গ্রামের শোহেব হোসেন মিয়া তিনি বয়সে যেমন তরুণ, শিক্ষাদীক্ষায় তেমন আধুনিকগ্রামের জনগণ সকল দ্বিধা বিভক্তি, ভেদাভেদ ভুলে শোহেব মিয়াকে সমর্থন দিয়েছে তার কল্যাণকর কাজের মনোভাব দেখে। এই গ্রামের আরেকজন প্রার্থী ছিলেন দুইবারের সফল চেয়ারম্যান জনাব মোতালিব মোল্লা এবারের নির্বাচনে তিনিও শোহেব মিয়াকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করছেন এলাকার মানুষের স্বার্থে। এলাকায় ঘুরে দেখা গেছে,মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে এই তরুণ প্রার্থীর পক্ষে
আরো জানা গেছে,তালের ছেও গ্রামের এক স্বনামধন্য সংগঠন "তালের ছেও প্রগতি সমাজকল্যাণ সংঘ"এই প্রতিষ্ঠানের সভাপতি আমেরিকা প্রবাসী ইউনুস সরকার, সহসভাপতি আবুল কাসেম,সাধারণ সম্পাদক মুরাদ মিয়াসহ সকল সদস্য সাংগঠনিকভাবে শোহেব মিয়ার পক্ষে কাজ করছেন অত্র ইউনিয়নে নৌকার প্রার্থী প্রাক্তন চেয়ারম্যান নুরুল ইসলাম সরকার হলেও বিদ্রোহী প্রার্থী শোহেব মিয়া যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন ইতোমধ্যে

জনাব শোহেব মিয়ার সাথে কথা হলে তিনি তার অতীত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বললেনতিনি জানান,কয়েক বছর আগেও তিনি ছিলেন ইতালি প্রবাসী প্রচুর অর্থবিত্ত রোজগার করেছেন সেখানেকিন্তু  ক্ষমতা বা অর্থের লোভে তিনি রাজনীতি বা নির্বাচনে আসেন নি। এসেছেন এলাকায় মানুষের জন্য কিছু করার বাসনা নিয়ে যদি তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে জনকল্যাণে বাকি জীবন অতিবাহিত করবেনতিনি মালীগাও ইউনিয়নকে পরিণত করতে চান একটি মডেল ইউনিয়ন যা দেখে দাউদকান্দির অপরাপর ইউনিয়নগুলো অনুপ্রাণিত হবে,প্রেরণা পাবেএছাড়া তিনি এলাকায় মানুষের জন্য শিক্ষা সংস্কৃতির বিকাশ করতে উদ্যোগ নিবেনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ যুব সমাজের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন

আর্কাইভ