এইচএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের অর্ধেক সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি
কালেরতরী
৬ ডিসেম্বর , ২০২১ ( সোমবার ) ০৪:২৯এইচএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের অর্ধেক সিলেবাসে পরীক্ষা নেওয়াসহ ৪ দফা দাবি জানিয়েছে এইচএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা। রবিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীরা এই বিষয়ে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে তমিজউদ্দীন সরকারি কলেজের শিক্ষার্থী হাসান ভূঁইয়া জানান, ২০২০ ফেব্রুয়ারিতে আমাদের এসএসসি পরীক্ষা নেওয়া হয়। তারপর যথাসময়ে আমাদের রেজাল্ট দিলেও অক্টোবরের শেষের দিকে ভর্তি করানোর কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। প্রায় ৫ মাস আমাদের বইয়ের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না।
তিনি আরও বলেন, ২০২১ সালে করোনার দেড় বছর পার করার পর স্কুল, কলেজ খুলে দিল। সপ্তাহে দুদিন করে ক্লাস নেওয়া শুরু হলেও আমরা সেরকম মূল্যায়ন পেলাম না। তারপর সরকার সেপ্টেম্বরের দিকে ঘোষণা দেয় ২২ সালে এইচএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য ৭০ পার্সেন্ট সিলেবাসে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এটাকে আমরা সম্পূর্ণ অযৌক্তিক মনে করি। অমিত হাসান বলেন, আমরা তো রোবট না, হুট করে এত অল্প সময়ে এত বেশি পরিমাণ সিলেবাসে পরীক্ষা নিলে আমরা মানসিক চাপে পড়বে। এজন্য আমরা দাবি জানাই, আমাদের পরীক্ষা ৫০ পার্সেন্ট সিলেবাসে নেওয়া হোক।
মানববন্ধনে অংশ নেয় লালবাগ সরকারি মডেল কলেজ, বোরহান উদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ,সরকারি তোলারাম কলেজ, আজিমপুর গভ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বেশকিছু শিক্ষার্থী।