কনে দেখা
কালেরতরী
৭ ডিসেম্বর , ২০২১ ( মঙ্গলবার ) ১৪:৫৩কনে দেখা
-হোসনেয়ারা বেগম
এই মেয়ে তোমার নাম কি
ঘরের কাজকর্ম, রান্নাবান্না সব পার নি?
নাকি শুধু সাটিফিকেট
নিয়েছ খান তিন
আমার ঘরের বউ হতে লাগবে
কিন্তু সব গুন।
ছেলে আমার মাশাল্লাহ সাত
গাঁয়ের মাথা
কি ঘটক রহমত মিয়া কওনা
কেন কথা?
ঘটক পান চিবায় কিছুক্ষণ
তারপর বিজ্ঞের মতো বলে
বিলক্ষণ বিলক্ষণ,
ঘটকালিতে আমি কইলাম পাকা
সে জানে এ গাঁয়ের দশজন।
হাছায় মিছায় কথা কওয়ার
মানুষ আমি না
তয় রহমত ঘটক পারেনা এমন
কাম হয়না।
এবার তেড়ে উঠে ছেলের বাবা
এই মিঞা তোমার কথা হুনতে
চাইছে কেবা,
আমার ছেলের কথা কবা
আর দেনা পাওনা কি কি
হেইডা মিটাইবা।
ছেলেরে মানুষ করতে
লেহাপড়া করাইতে
খাই খরচের হিসাব করো
মিঞা?
কনের ভাই বলে তা চাচা
আমার বোন কি আপনার
পচ্ছন্দ হয়?
আরে বাবা পচ্ছদ
-অপচ্ছদের এহানে কিছু নাই
দেনা পাওনা ঠিক থাকলে সব
কিছুই
সই।
আমগো জন্য কি আর চাই?
তোমার বোনের জামাইর
সুখের জন্য তা কই
তাছাড়া সমাজে মান-সন্মান
তো আছেই।
তা চাচা আপনার ছেলের দাম
কতো শুনি
টাহা দিবা নগদ এক লক্ষ,মোটর সাইকেল ঘড়ি,
মেয়ের এক সেট গহনা
আসবাবপত্র
আর বরযাত্রী খাওয়াবা দুই
থেকে তিনশ মাত্র।
আমার ছেলের তুলনায় এ
বেশি কিছু নয়
হিরের টুকরো ছেলে জানে গাঁয়ের দশ জনায়।
বোনের সুখের জন্য সবই
করতে রাজি আমি
আমার কাছে আমার বোনও
হিরের চেয়ে দামী,
তবে তাই বলে যৌতুকের বলি
হতে দেবনা আমি
আমার বোনের সম্মান কি তা
জানে অন্তর্যামী।
আপনার ছেলে কি পাশ দিয়
বিদেশ গেছে শুনি
থাক বলতে হবে না আমি তা
জানি,
বোন আমার মাস্টার্স দিবে দেখতেও মন্দ নয়
আপনার ছেলের চেয়ে সে
দামী কম কিছু নয়।
মেয়েরা কারে হাতের খেলনা নয়
তাদের সন্মান করতে শিখে
বউ করতে হয়।