কবিতা ।। জবা রানী সরকার

Author

কালেরতরী

২৭ ডিসেম্বর , ২০২১ ( সোমবার ) ১১:৪২

কবিতা

                         -জবা রানী সরকার

 

কবিতারা মুখোমুখি কথা বলে না

কবিতা ভাতও দেয় না,

তাহলে কবিতা কি দেয়?

কবিতা কি বোবা, কালা, গন্ধহীন?

উঁহু, কবিতা তার বাইরে অনেক কিছু

কবিতা কবির কলমের সেই আচড়,

যা কথার মালা গেঁথে গল্পের আসর বাঁধে,

দেয় প্রশান্তির ছোয়া, অনুরাগের ব্যাথা,

ভালবাসার কথা, যোগায় মনের নিত্য খোরাক।

কবিতা মানে সুপ্তি, অসীম আলোর পদচারণা,

বিবেকবোধের জাগ্রত চেতনা।

ব্যস এটুকুনই, না না আরো আছে, অনেক বাকী।

কবিতা দুঃস্থদের কথা বলে,

 অন্যায়ের বিরুদ্ধে কলম তোলে

সত্য ন্যায়ের পার্থক্য বুঝিয়ে সততার গান বলে।

কবিতা মায়ের ব্যাথা, মহানুভবতা, ত্যাগ আর

মুক্তির কথা বলে

আরো দেয় আবেগের পরশ, স্নেহময় স্নিগ্ধতা

গড়ে তোলে লাল সবুজের নতুন ঠিকানা

নতুন সূর্যোদয়ে নতুন পৃথিবীর নতুন পথ চলা।

কবিতার তুলনা কবিতা নিজেই

অতুলনীয় গাঠনিক সৌন্দর্যে মুগ্ধতার আবেশে আবৃত।

কবিতা চোখের জল শুকিয়ে

আনন্দের রোদ্র ঝলমল পাপড়ি লাগিয়ে

বাঁচার শক্তি দান করে।

কবিতা তুমি কবিতা,

তোমার সাথে নেই কোন আপোস!

তুমি প্রাণশক্তি সঞ্চারিত রস!

অতুলনীয় অপূর্ব সৌন্দর্যমন্ডিত প্রেরণা!

তুমিই কবিতা, তুমিই না বলা কথা।

আর্কাইভ