কাশ্মীর রানি

Author

কালেরতরী

১৭ অক্টোবর , ২০২১ ( রবিবার ) ১১:১১

কাশ্মীর রানি

                           - শামীম আরা পারভীন


পৃথিবীর পথে পথে কে তুমি ঘুরছো

সৌন্দর্য তৃষ্ণায়, ভ্রমণবিলাসে,

হে বন্ধু, হে সুজন!

এসো আমার দেশে।

শুনছো ওগো,প্রিয় পথিক

আমি যে ডাকছি তোমায়,

স্বর্গের রূপ দেখবে তুমি?

এসো তবে আমার স্বদেশ ভূমে।


আমি প্রেমের কবি,

কাশ্মীর রানি  আমি,

নামটি হাব্বা খাতুন। 


ওগো,কাশ্মীরী বুলবুল আমি,

শুনে যেও গীত আমার।

মাতাপিতার আদরের দুহিতা 

চন্দ্রাবতী আমি,

আমায় খুঁজো চন্দ্রালোকে।

ঝিলম আর ল্যাডারের স্রোতধারায়

মিশে আছি আমি,মিশেছি ডাল 

আর নাগিনের জলে, 

মিশেছি শুভ্র মেঘমালায়! 

দেখবে আমায়?


চোখ রাখো সুউচ্চ নীলচে পাহাড়ের গায়ে,

সবুজ প্রান্তরের ঘাসে,বুনো ফুলে।

কাশ্মীরের পথে প্রান্তরে,পাহাড়ি ঝর্ণা ধারায়,

অজস্র পাখির কলতানে মিলেছে সুর আমার।


বন্ধু, তোমার জন্যে সাজিয়েছি পুস্পিত উপত্যকা,

গুলমার্গ, যেন এক স্বর্গের নন্দনকানন!

সাজবে বরণ ডালা তোমার জন্য

লালচেরি, আঙুর আর আপেলে।

যাবার বেলায় নিয়ে যেও

গোলাপ, নার্গিস আর জাফরানের

মোহনীয় ঘ্রাণ।


বন্ধু, ভাবছো আমি হয়েছি অতীত

আপনাকে সঁপেছি মরণঘুমে?

কি করে ঘুমাই বলো?

বন্দিনী দেশমাতার নিরব রোদন

যে কানে আসে ভেসে?

 শতাব্দীর পর শতাব্দী ধরে 

তাই, আছি জেগে।


বন্ধু, আমার বার্তাটি কি পৌঁছে  দেবে

বিশ্বের ঘরে ঘরে?

আজও স্বপ্নালু চোখ মেলে জেগে আছি

স্বর্গভূমির এক আদুরে নন্দিনী,

দেশমাতার মুক্তির প্রতীক্ষায়।


ওগো বন্ধু, ভুলোনা আমায়

আমার দেশের দ্বারে দ্বারে

পৌঁছে দিও এই বাণী,

আজও বিশ্বপ্রভুর কাছে করি ফরিয়াদ

লোলগীতের তালে তালে,

প্রিয় কবি হাব্বা

বলো আজও জেগে আছি আমি,

কাশ্মীর রানি হয়ে।


আর্কাইভ