কুমিল্লায় সরকারের নাটক ধরা পড়ে গেছে: খন্দকার মোশাররফ

Author

কালেরতরী

২৩ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১২:৪১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সব কৌশল যখন অপকৌশল হয়, তখন তা সফলতা লাভ করে না। এবারের নাটকে সরকার ধরা পড়ে গেছে। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ যখন এই সরকারের হাত থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন তাদের দৃষ্টিকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্য পূজামণ্ডপে কোরআন শরীফ দিয়ে নাটকের সৃষ্টি করছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার বিশ্বাস হয় না, এদেশে যারা পূজামণ্ডপ সাজিয়েছে তারা সেখানে কোরআন শরীফ রাখবে। আবার কোন ধর্মপ্রাণ মুসলমান মন্দিরে কোরআন রেখে আসবে এটাও বিশ্বাস হয় না। তাহলে কার দোষ? আসলে এটা হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র এই জন্য যে আজকে সারাদেশের মানুষ জানে এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, জনগণ নিরাপদ নয়, তাদের ভোটের অধিকার নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। সেজন্য মানুষ যখন এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি ৮দিন যাবত সভা করে প্রস্তুতি নিচ্ছে, আগামী দিনে জনগণকে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা করার জন্য কৌশল এবং কর্মসূচি গ্রহণ করছে, তখনই এই সরকার এমন একাটি নাটক সাজিয়েছে।

আর্কাইভ