কে আমি
কালেরতরী
২১ অক্টোবর , ২০২১ ( বৃহস্পতিবার ) ১৫:০৯কে আমি -শামীম আরা পারভীন সুবিশাল এই মহাবিশ্বের মাঝে কি পরিচয় আমার, কে আমি? একমুঠো খাবারের আশায় নিয়ত ছুটে চলা শ্রমিক? বিরহ যাতনায় কাতর
রোগক্লিষ্ট কোন মানুষ,
যে বেঁচে থেকেও মৃত!
নাকি হতাশায় নিমজ্জিত
পাত্র পক্ষের অপমানে জর্জরিত
কোনো অসহায় তরুণী,
নাকি প্রতিনিয়ত নির্যাতিত
কোনো এক গৃহিনী?
এত বিপুল এই বিশ্বসংসার তবু
আমার কোনো ঘর নেই কেন?
পরনে নেই কেন ভালো পোশাক,
কেন আমার সন্তান হাড়জিরজিরে, পুষ্টিহীন?
পরাধীন দেশের নাগরিক
হয়ে কখনো আমার চোখে তপ্ত বারি ঝরে,
খাবারের থালার ওপর
নিদারুণ অপমানে,গ্লানিতে।
ব্যর্থতা,পরাজয়, হতাশার
পাখায় ভর করে আসে
এক একটি দিন,
পৃথিবীর সৌন্দর্য তাই
আন্দোলিত করে না আমাকে,
শূন্য চোখে মাঝে মাঝে
তাকাই নিঃসীম আকাশের দিকে।
এই পৃথিবীর কিছুই কি আমার নয়,
ব্যর্থতা,দুঃখ আর হতাশা ছাড়া?
তারপর... একদিন এক রাতের আঁধারের মৌনতায়
ডুবে গেলাম নিজের মাঝে,
প্রশ্ন করলাম নিজেকেই
কে তুমি?
আত্মার কণ্ঠস্বর ধ্বনিত প্রতিধ্বনিত
হলো তুমি মহাবিশ্বের
এক অবিচ্ছেদ্য অংশ।
এক বিপুল সম্ভাবনার আধার
নিঃস্ব নও তুমি,এই ধরণীর বুকে
তোমারও আছে সুখের অধিকার।
সৃষ্টির সেরা তুমি,
মহাবিশ্বের মহাবিস্ময়!
তুমি এক বিজয়ী বীর।