খালার বাসায় ফিরতে সেই তিন বোনের অস্বীকৃতি: পুলিশ

Author

কালেরতরী

২০ নভেম্বর , ২০২১ ( শনিবার ) ১১:০৩

রাজধানীর খিলগাওয়ে খালার বাসা থেকে বের হয়ে যশোরে চলে যাওয়া তিন বোন আর খালার বাসায় ফিরতে চায় না।  অবহেলা ও অনাদরের কারণে খালার বাসায় যেতে চায় না বলে জানিয়েছে তারা। এর মধ্যে বড় দুই বোন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা বাকি পরীক্ষায় অংশ নিতে চায়। তিন বোনই এখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরাপত্তা হেফাজতে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।


বিপ্লব কুমার বলেন, ওই তিন বোনের মধ্যে জয়নব আক্তার ও খাদিজা বেগম খিলগাঁওয়ে তাদের খালার বাসায় থাকত। রোকেয়া আক্তার নামে ছোট বোন থাকত আদাবরে আরেক খালার বাসায়। আদর-যত্ন না পাওয়ার ক্ষোভ ছিল তাদের মধ্যে। তাই খালাদের কাউকে না জানিয়েই যশোরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। গত বৃহস্পতিবার আদাবর থানায় তিন বোনকে ‘নিখোঁজ উল্লেখ করে’ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের খালা সাজিয়া নওরীন। তদন্তের একপর্যায়ে জানা যায়, তিন বোন যশোরে আছে। গতকাল শুক্রবার বিকেলে যশোরের হামিদপুর কোতোয়ালি থানা তিন বোনকে পুলিশের জিম্মায় নেয়। এরপর ডিএমপির একদল পুলিশ গিয়ে তাদের ঢাকায় নিয়ে আসে। বিপ্লব কুমার জানান, আজ তিন বোনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী সবকিছু হবে। তিন বোনের নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখবে। আদালতে নেওয়ার আগপর্যন্ত তিন বোন পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকবে বলে জানিয়েছেন তিনি।

আর্কাইভ