খোকার সাধ ।। হোসনেয়ারা বেগম

Author

কালেরতরী

২৭ ডিসেম্বর , ২০২১ ( সোমবার ) ১১:৫৪

খোকার সাধ
          -হোসনেয়ারা বেগম

মা তুমি খুব আলসে  মেয়ে
কতো বার বলেছি সূর্য মামা
ওঠার আগে আমায় দিও উঠিয়ে,
তুমি বলো খোকা এখনো হয় নি ভোর
বোকা ছেলে এই অন্ধকারে কি কাজ তোর?

মা আমি যে করেছি পণ মনেপ্রাণে
সূর্য মামার ঘুম ভাঙ্গাব আমার গানের আহ্বানে
আমার আগে সূর্য মামা উঠলে পরে
থাকবে বড়ো অভিমানে,
গাল ফুলিয়ে লুকিয়ে যাবে মেঘের আড়ালে
হয় তো আমায় ব্যঙ্গ করবে সংগোপনে

লক্ষী মা রাগ করো না
আমি না জাগলে আলো ফুটবে না
ভোরের পাখিরা  গাইবে না গান,
জানো মা আমার খুব ইচ্ছে করে
ভোরের পাখি হয়ে  সুরে সুরে করি তান

হাসছো কেন,ভাবছো বুঝি তোমার ছেলে
পাগল  হলো?
আচ্ছা মা, তুমি কি ভোরের সূর্যের রক্তিম আভা
দেখেছ কখনো বলো?
আমি ভোরের স্নিগ্ধ সুষমায়
শান্তির আলোর পরশ মাখাবো গায়ে,
আমি পূর্ব আকাশে সূর্য উঠার
অপরুপ রুপ দেখে ঠাটব ভেজা পায়ে

আমি শিশির ভেঁজা নরম ঘাসে
পা ভেজাব সেথায়!
তুমি আবার বকোনা আমায়,
ঠাণ্ডা লাগার ভয়!
আমি এখন আর তোমার ছোট্ট খোকাটি নয়,
আমি ভোরের পাখিদের সাথে মিতালি বাঁধাব
আমি ওদের সাথে হারিয়ে যাবো

মা তুমি ভোরের পাখিদের বলে দিও কানে
আমায় যেন বন্ধু করতে থাকে না সংশয়
ওদের কিচির মিচির ঘুম ভাঙ্গা গানে
আমায় যেন সঙ্গি করে নেয়,
আমিও ঘুম ভাঙ্গা গান গেয়ে যাব
আধো আলো ছাঁয়ায়

আর্কাইভ