জাতীয় পতাকার দিনলিপি

Author

কালেরতরী

৩০ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১৪:০১

জাতীয় পতাকার দিনলিপি

-তাহমিন আরা বেগম

২রা মার্চ, ১৯৭১

বাঙালির জাতীয় জীবনের পরম মহেন্দ্রক্ষণ।

ওই দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায়

ছাত্রজনতার মহাসমাবেশে ওড়ানো হয়েছিল প্রথম

লাল-সবুজের স্বাধীন পতাকা,

বাঙালি জাতির স্বপ্নের সিড়ি রূপে।

সবুজ জমিনের ওপর লাল সূর্যের মাঝে,

হলুদ রঙের সোনালি মানচিত্র

আঁকা ছিল তাতে।

 

স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত আমজনতা

উত্তোলিত করে সেই জাতীয় পতাকা,

শুরু করলো স্বাধীনতা অর্জনের অগ্রযাএা।

সেই সূচনা ক্ষণে

অকুতোভয় বাঙালি ছাত্রজনতা,

পাকবাহিনীর রক্তচক্ষু পরোয়া না করে উড়িয়ে দিয়েছিল

লাল-সবুজের ওই পতাকা,

আর জানিয়ে দিয়েছিল এই বারতা

বাঙালি মাথা নত করার জাতি নয়।

 

লাল-সবুজের জাতীয় পতাকা

যে সবুজ ছড়িয়ে আছে মাতৃভূমির বুক জুড়ে।

লাল স্বাধীনতা সংগ্রামের প্রতীকী রং

যে রঙের ভরাট বৃত্তটি

রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ছিনিয়ে আনা

স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক।

আর্কাইভ