জীবনানন্দের বনলতা

Author

কালেরতরী

১ নভেম্বর , ২০২১ ( সোমবার ) ১৫:৩৪

জীবনানন্দের বনলতা

                      -তাহমিন আরা বেগম

 

বনলতা সেন নামের সেই মেয়েটি

জীবনানন্দ তোমায় আজো খুঁজে ফিরে,

অঘ্রান রাতে, ফাল্গুনের অন্ধকারে ডাকে সে এসে

বলো না তুমি কি ভুলে গেছো মোরে?

 জীবনানন্দ তোমায় আজো খুঁজে ফিরে।

 

ধানসিড়ি নদীতীরে আজো সে আসে

‘সুরঞ্জনা’ বলে ডাক যদি তারে!

তোমার ঐ ডাকটুকু শোনার আশায়

বারে বারে ছুটে আসে এই নদীতীরে

 জীবনানন্দ তোমায় আজো খুঁজে ফিরে।

গাঙচিল উড়ে যায় সুনীল আকাশে

ফুলেরা সুবাস ছড়ায় ঝড়ো বাতাসে,

মন তার ছুটে চলে তারি আবেশে

ঘুরে ফিরে চলে আসে ধানসিড়ি তীরে

জীবনানন্দ তোমায় আজো খুঁজে ফিরে।

 

বনলতা সেন নামের সেই মেয়েটির

কালো এলোচুল উড়ে সন্ধ্যার বাতাসে,

পাখির নীড়ের মতো চোখ তুলে

খুঁজেছে তোমারে সে হায় ব্যাকুল হৃদয়ে

কোথায় লুকালে তুমি আপনারে!

জীবনানন্দ তুমি কি ভুলে গেছো তারে?

আর্কাইভ