জীবনের অর্থ

Author

কালেরতরী

৩০ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১৩:৩৪

জীবনের অর্থ

                   -হোসনেয়ারা বেগম

 

আমি জীবনের গান গাহিতে আকুল

আমি জীবনের কথা বলিতে ব্যাকুল,

কোথায় সেই হারানো জীবন

যেথা ছিল শুধু ভালোবাসায় অবগাহন।

 

শৈশব, কৈশোর সব ছিল মোর

ছিল স্বপ্নময় স্বর্ণালী ভোর,

সেথা ছিলো বাবার আদর

ছিল মায়ের স্নেহের বকুনি

ভাই বোনের মধুর মিলন।

 

যৌবনে খুঁজতে ভালোবাসা

তৃষ্ণায় ক্লান্তিতে হারিয়ে আশা,

চৈত্রের খরোতাপে হয়েছি দিশেহারা

বৈশাখী ঝড়ে লন্ডভন্ঠ

হয়ে যায় জীবন খানা।

 

তবু শক্ত কঠোর হয়ে

যৌবনেরর সঞ্জিবনী লয়ে,

নিস্তব্ধতা বিদীর্ণ করে দিয়ে

প্লাবিত বনভূমির

নুয়ে পড়া বৃক্ষের ন্যায় উদ্দাম বেগে

উঠিছি দাড়ায়ে।

 

এবার চলেছে জীবন

পশ্চিমে অস্তগামী সূর্যের ন্যায়

উদ্দাম বেগে হয়ে রক্ত বর্ণ,

জরা ক্ষয়, রোগ, ব্যধি

জীবনকে করেছে বিবর্তন।

 

হয় তো আর বাকি নাই বেশি

জীবন সূর্য পরিবে ঢলে

অন্ধকারের অতল গহ্বরে

তলিয়ে যাবে, কোন একদিন

কোন এক ক্ষণে।

 

আর্কাইভ