জীবে কর প্রেম

Author

কালেরতরী

৭ নভেম্বর , ২০২১ ( রবিবার ) ১১:১৯

জীবে কর প্রেম

                    -হোসনেয়ারা বেগম

 

মায়া মমতা আর মানুষ্যত্ব

মানবজীবনে এই তিন সত্য,

ঐ বিশ্ববিধাতার এটা বড় শর্ত

মানুষকে সৃষ্টির সেরা জীব করে

তিনি করেছেন আবির্ভূত

জ্ঞান বুদ্ধি গরিমায় করেছেন সর্বশ্রেষ্ঠ।

 

যুগে যুগে বহু জ্ঞানী গুনীজন

করেছে মানুষের গুনগান,

হাদিস, কোরান,বাইবেল,গীতায়

বলেছেন শত সহস্র রূপে

জীবে দয়া কর সর্বজনে।

 

পৃথিবীতে আমি কিছুই করি নি সৃষ্টি

বৃথাকর্ম বিনা কার্যে,

অবুঝ অবোধ যে বোবা জীব

তাদের তরেতে দয়া কর দাও ছায়া

জেনো রাখ এ আমার অভিপ্রায়

এ আমার সৃষ্টির সমক্য রহস্য।

 

ওগো মানুষ তোমাদের আমি করেছি সেরা

গাছ পাতা তরুলতা কীটপতঙ্গ

যত জীবজন্তু আছে এ ধরাতলে

সবাইকে রেখেছি তোমাদের পদতলে

তাই বলে হিংস্র পশুর-আচরণ

করো না কবু তাদের তরে কোন ছল।

 

গড বলো ভগবান বলো বা বলো রহিম সুবহান

সর্ব ধর্মেই আদেশ করেছেন বার বার জীবে

দয়া কর তবেই তুমি মহান,

কোন তৃষ্ণার্থ কুকুর যদি আসে তব কাছে

তার তৃষ্ণা মিটানোর দায়িত্ব তোমাদের আছে।

 

স্বর্গ নরক এ মর্ত্যের তরে তুচ্ছ জ্ঞান জানো

যদি হও তুমি মানুষ্যত্বহীন পশুর সমো

কোনো সার্থকতা নিহত থাকলনা তোমার

আর অবোধ পশুর তরে,

দয়া মায়া যদি না থাকে তোমার হ্নদস্পদনে

কিসের মানুষ তুমি ঘৃণা শতসহস্র বার

তোমার উপাসনে।

আর্কাইভ