ঢাবির হলের তালা ভেঙ্গে শিক্ষার্থী বিক্ষোভ

Author

কালেরতরী

১ অক্টোবর , ২০২১ ( শুক্রবার ) ১১:০৮

আগামী ৫ অক্টোবর থেকে ঢাবির আবাসিক হল খোলার কথা থাকলেও আজ শুক্রবার দুপুরে অমর একুশে হলের কিছু শিক্ষার্থী তালা ভেঙে ঢুকে পড়েছে হলে। হল কর্তৃপক্ষ অবশ্য বলছে, তারা এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তেই অটল আছেন। বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ ইসতিয়াক এম সৈয়দ। ইসতিয়াক এম সৈয়দ আজ বিকেলে বলেন, ক ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় আমিসহ হল প্রশাসনের একটি অংশ তা নিয়ে ব্যস্ত ছিলাম। হলের মূল ফটকের পকেট গেটটি তখন খোলা ছিল। এসময় শিক্ষার্থীরা ওই ফটক দিয়ে ঢুকে পরে । পদার্থবিজ্ঞানের এই শিক্ষক জানান, প্রশাসনের অংশ হওয়ায় তাঁদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মো. নিজামুল হক ভূইয়া বলেন, অমর একুশে হলের প্রাধ্যক্ষ ইসতিয়াক এম সৈয়দ তাঁকে অনুরোধ করলে শিক্ষর্থীদের সঙ্গে কথা বলতে হলটিতে যান। ৫ অক্টোবরের আগে হলে না ওঠার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, অমর একুশে হলে শিক্ষার্থীদের উঠে পড়ার বিষয়টি তাঁরাও জানতে পেরেছেন ৷ তাই হল কর্তৃপক্ষকে আলোচনার ভিত্তিতে বিষয়টির দ্রুত সমাধান করতে বলা হয়েছে।

আর্কাইভ