তালেবানে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্কতা জারি

Author

কালেরতরী

৫ নভেম্বর , ২০২১ ( শুক্রবার ) ১৫:০৭

আলজাজিরা টেলিভিশন সূত্রে জানা গেছে, তালেবানের প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা সতর্ক করে বলেছেন, দলের মধ্যে কিছু 'অপরিচিত অনুপ্রবেশকারী' রয়েছে, যারা দলীয় আদর্শের বিরোধী কাজ করছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি। তালেবান সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে তিনি বলেন, 'সব নেতারা তাদের দলের মধ্যে সতর্কতার সঙ্গে নজরদারি করবেন এবং সরকারের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা অপরিচিত উপদানগুলো লক্ষ্য করবেন। যত শিগগির সম্ভব তাদের অবশ্যই অপসারণ করতে হবে।' মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা আরো বলেন, 'কোনো ত্রুটি হলে নেতারা এর পরিণতির জন্য দুনিয়া ও আখেরাতে দায়ী থাকবেন।'

আগস্টে আফগান প্রশাসনের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর থেকে দেশটিতে বিরোধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তারা। তা সত্বেও 'তালেবানের' পরিচয়ে বেশ কিছু হত্যাকাণ্ড ও অপরাধের ঘটনা ঘটে। তালেবান এই বিষয়ে সকলকে সতর্ক করে আসছে। গত সেপ্টেম্বরে তালেবানের সামরিক প্রধান এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এক অডিও বার্তায় একইরকম সতর্কতা জানিয়েছিলেন। অডিও বার্তায় তিনি বলেন, 'কিছু দুর্বৃত্ত ও দুর্নীতিগ্রস্ত লোক আমাদের সাথে যোগ দিয়ে তাদের নিজস্ব স্বার্থ পূরণ করতে বা আমাদের বদনাম করতে এবং আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়।'

আর্কাইভ