দাও সখী সুরার পেয়ালা
কালেরতরী
২৮ নভেম্বর , ২০২১ ( রবিবার ) ১২:৪৬দাও সখী সুরার পেয়ালা
-হোসনেয়ারা বেগম
দাও সখী সুরার পেয়ালা
জুরাই তৃষ্ণার্থ আন্তরের জ্বালা,
তুমি ছিলে মোর নিশিপদ্ম
ভাবনার ক্যানভাসে সারা নিশি জাগি
করেছি প্রেমের খেলা
শূন্য ছিলো মোর সুরার পেয়ালা।
আজ হতে প্রেমের তৃষ্ণা মেটাব
আকন্ঠ সুরার পেয়ালায়,
তুমি যাও সখী কম্পন তোলো
অন্য কোনো বেহালায়,
আপন খেয়ালে পিপাসিত মন
তোমার অধরে রাখিব চুম্বন।
রাতের আঁধারে নিঃশব্দ সরীসৃপের ন্যায়
দংশন করো পৌরুষত্বের মোহনায়,
আমার জ্বালা মিটাব আমি সুরার পেয়ালায়
দৈন্যতায় আমি হব না কুন্ঠিত
মরিব না আমি আত্মপ্রবঞ্চনায়।
চতুর্দিকে বইছে বিস্তীর্ণ মরু হাওয়া
দিন শেষে চাইব না সখী আমার পাওয়া,
নিদ্রাহীন রজনী আমার হউক ভোর
তৃষ্ণার্থ হৃদয়,নিমীলিত আখির ঘোর,
ভস্মীভূত হউক সখী আমার বসন্ত অগ্নি লাভা
তবুও আটকাতে চাই না আমি তোমার যাওয়া।