দেয়ালের ওপাশে

Author

কালেরতরী

২৩ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১৩:৩৩

দেয়ালের ওপাশে

                     -হোসনেয়ারা বেগম

দেয়ালের ওপাশে কে তুমি আগন্তুক

যখনই অস্তাচলে যায় ক্লান্ত দিবাকর

আঁধারে নিঃশ্বব্দে তুমি দেয়ালের ওপাশে

দাঁড়াও দেখি ভয়ংকর

মুদ্রিত আত্মা আমার অযাচিত হয় উদ্দীপক

 

দেয়ালের ওপাশে কে তুমি আগন্তুক

আমার হ্নদস্পদন হয় যে বড়ো কম্পন

কী যে রহস্যময় তোমার আগমন

আমি বুঝতে পারিনা তোমার শান

কেবলই মনে হয় দেয়ালের ওপাশে

দাঁড়িয়ে অদ্ভুতভাবে চঞ্চল করো মন

 

দেয়ালের ওপাশে কে তুমি আগন্তুক

আমি যে বারে বারে যাই চমকে

সত্যি করে বল তুমি কি আমার আজন্ম

লালিত বিবেক?

কী ভয়াবহ রক্ত চক্ষু, হাতেতে তোমার

শানিত চাবুক

 

দেয়ালের ওপাশে কে তুমি আগন্তুক

আমার মধ্যকার আমিত্বকে কেন জাগ্রত

কর নির্ভীক

বিবেকের কাগড়ায় দাড়াতে আমার যে

বড়ো ভয় হয়

জীবনের অস্ত্বিত্বের কাছে আমি যে ছিলাম

তখন বড়ো বেশি অসহায়

 

দেয়ালের ওপাশে কে তুমি আগন্তুক

জীবনের এই তো প্রায় শেষ স্টেশনের

আমি অভিযাত্রিক,

বিবেকের তাড়নায় আমি আজ বড়ো ক্লান্ত

জীবন চলার পথে আজ আমি পরিশ্রান্ত

হে মোর গুপ্ত বিবর্তন বিবেক

আমি জানি তুমিই আমার মধ্যে লুকিয়ে থাকা

নিদ্রিত আগন্তুক

ক্ষমা চাচ্ছি না আর এখন বিবেক বন্দনায়

এখন তো জীবন নামক নক্ষত্রের

পতনের সময়

আর্কাইভ