ধেয়ে আসছে করোনার নতুন রূপ ওমিক্রন

Author

কালেরতরী

২৯ নভেম্বর , ২০২১ ( সোমবার ) ১১:০৩

নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের কিছু দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার কথা জানা গেছে গতকাল রবিবার। এদিকে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, তারা ওমিক্রন মোকাবেলার উপযুক্ত করতে প্রচলিত টিকাগুলোরই কিছুটা পরিবর্তন করবে। নেদারল্যান্ডস কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, কোয়ারেন্টিনে থাকা ৬১ জন যাত্রীর মধ্যে ১৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ফ্লাইটে আসা ওই ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়।

যুক্তরাজ্যে নতুন এই ধরন শনাক্ত হয়েছে দুজনের শরীরে। এরপর দেশটি ভ্রমণ আইন কঠোর করেছে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বিদেশ থেকে আগত সবাইকেই পিসিআর টেস্ট করতে হবে। মোজাম্বিক থেকে ইতালিতে আসা এক যাত্রীর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। আর দক্ষিণ আফ্রিকা থেকে জার্মানির মিউনিখে আসা এক যাত্রীর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। এদিকে গতকাল অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা এই প্রথম দুজন যাত্রীর শরীরে ওমিক্রন শনাক্ত করেছে। ওই দুই যাত্রী আফ্রিকার দক্ষিণের দেশ থেকে শনিবার সিডনিতে পৌঁছান। এরপর পরীক্ষায় তাদের শরীরের করোনাভাইরাসের ওই নতুন ধরন শনাক্ত হয়। আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে একই ফ্লাইটে আসা আরো ১২ যাত্রীর শরীরে করোনা পাওয়া না গেলেও তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই ফ্লাইটটি অবতরণের দিন শনিবারই অস্ট্রেলিয়া আফ্রিকার দক্ষিণের ৯টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করে।

ইসরায়েলের কর্তৃপক্ষ বলেছে, করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে তারা সব বিদেশিদের প্রবেশ বন্ধ করতে যাচ্ছে। গতকালই এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। এদিকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে অ্যাঙ্গোলা তার প্রতিবেশী দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে। এ ছাড়া গত শনিবার চীন জানিয়েছে, স্থানীয়ভাবে দেশটিতে তিনজন নতুন করে সংক্রমিত হয়েছে এবং বাইরে থেকে আসা ২০ জনের শরীরে কভিড শনাক্ত হয়েছে। তবে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আশার কথা শুনিয়েছে। তারা বলছে, নতুন ধরন মোকাবেলায় বর্তমান টিকাগুলোকে পরিবর্তন করতে পারে তারা।

আর্কাইভ