নক্ষত্রলোকে

Author

কালেরতরী

২৮ নভেম্বর , ২০২১ ( রবিবার ) ১২:৫০

নক্ষত্রলোকে

             -শামীম আরা পারভীন

 

মৃত্যুদূতসখা,এসো এক পৌষের রাতে

হিমেল হাওয়ার বেশে,

হাসনাহেনার মিষ্টি গন্ধে পথ চিনে

এসো এক মাটির কুটিরে

 

দেখবে সেথায় মাটির প্রদীপ জ্বেলে

রয়েছে কেউ তোমারই প্রতীক্ষায়,

বাতায়ন দেবো খুলে

অনুভবে যদি পাই মৃদু সংকেত

 

যখন ঝরবে শিশির বিন্দু

কুয়াশাঢাকা শান্ত প্রকৃতির মাঝে,

 টুপটাপ আওয়াজ কান পেতে শুনব কিছুক্ষণ

হয়তোবা মনে হবে

কোনও এক প্রিয় অশ্রুবিন্দু যেন ঝরছে

তার প্রিয়ার বিয়োগব্যথায়

এরপর তোমার সাথে উড়ে উড়ে

চিরচেনা আঙিনা ছেড়ে

নেব চিরবিদায়

 

মনে আজ জেগেছে অসীমের তৃষা

 পৃথিবী ছেড়ে তাই যেতে চাই অসীমের পানে,

অমৃতলোক যেন ডাকছে আমায়!

এসো বন্ধু এমনি মায়াময় এক পৌষের রাতে

নিয়ে যেও  সুদূর নক্ষত্রলোকে

 

 


আর্কাইভ