নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা
কালেরতরী
১০ জানুয়ারী , ২০২২ ( সোমবার ) ১৫:২৫যশোর জেলার অভয়নগর ইপজেলার সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চতুর্থ ধাপের ইউপির নির্বাচনে (২৬ ডিসেম্বর) তিনি নির্বাচিত হন। তিনি হরিশপুর গ্রামের প্রশান্ত সরকারের ছেলে। ইউনিয়নের হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাড়ি ফেরার পথে তার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। এ সময় এক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।’ জানা যায়, ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কাজ থেকে ফিরছিলেন উত্তম।