নিমন্ত্রণ
কালেরতরী
১ নভেম্বর , ২০২১ ( সোমবার ) ১৬:১৩নিমন্ত্রণ
-হোসনেয়ার বেগম
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
সেথায়
হাতে হাত রেখে
হাটিবো
দুজনে মেঠো পথ ধরে
শৈশব,কৈশোর
মোর খুঁজে
যাব
তোমায় সঙ্গে নিয়ে।
তুমি
যাবে বন্ধু
আমার
গাঁয়ের সবুজ শ্যামল অরিন্ধমে?
সেখানে
জোনাকিপোকা জ্বলিয়ে আলো
তোমাকে
ডাকিবে নিমন্ত্রণে।
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
সন্ধ্যা
তারারা তোমার সাথে কইবে কথা
মিটি
মিটি হেঁসে,
শুধাইবে
তোমায় এতো দিন
কোথায়
ছিলে।
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
দেখিবে
সেখানে
ঝিঁ
ঝিঁ পোকায় শুনাইবে গান
সন্ধ্যার
মৃগ্ধ আলো ছায়ার রাগে।
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
দেখিবে
সেখানে
স্রোতহীন
নদীর তীরে
পাল
তোলা নৌকার মাঝি
তোমায়
করিবে আহবান।
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
দেখিবে
সেখানে
গ্রীষ্মের
উদাস দুপুর বেলা
ঘুঘু
ডাকিবে আপন খেয়ালে
তোমায়
ঘুম পড়াবার তালে।
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
দেখিবে
সেখানে
খুব
সকালে কৃষক ধরেছে লাঙল
ফলাইতে
সোনালী ফসল।
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
দেখিবে
সেখানে
সবাই
ধরিতেছে মাছ ছোটো জলাশয়
আনন্দে
অতি সয়।
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
দেখিবে
সেখানে
আতীতের
ফেলে আসা মোর গ্রাম্য বন্ধু, স্বজন,
তোমায়
কী অকৃত্রিম
ভালবাসায়
করিবে আপন।
তুমি
যাবে বন্ধু আমার গাঁয়ে?
খুব
ভোরে উঠে দুজনায়,
শিশির
ভেঁজা ঘাস ফুলগুলো
কুড়িয়ে
আনিব তোমার বায়।
তুমি
যদি যাও
মুক্ত
বিহঙ্গ হয়ে ডানা মেলে
হারিয়ে
যাব সবুজের সমীরণে
সজীব
স্নিগ্ধ শান্তির নিঃশ্বাস নেব
এই প্রাণে।