পাগলীটা মা হলো

Author

কালেরতরী

১০ অক্টোবর , ২০২১ ( রবিবার ) ১১:০৪

পাগলীটা মা হলো

                      -হোসনেয়ারা বেগম


রোজ রাতে ঘুমের প্রহর কাটে না আমার  

জোসনা রাতে জেগে বারান্দায় দাড়াই

গায়ে মাখি জোসনার রোশনাই,

মনে হয় এই জোসনাস্নিগ্ধ পৃথিবী
বিধাতার এক অপরুপ দান

কৃতজ্ঞতায় ভরে যায় মন প্রাণ।


অপলক নেত্র মেলে মৃঘ্রায়ন হয়ে যাই আমি

কি যে ভালো লাগায় ভরিয়ে দেয় মনপ্রাণ
জানে অন্তর্যামী।

একদিন মধ্য প্রহরে আমার ঘুম গেছে টুটি

তাকিয়ে বাহিরে ঘুমকে দিলাম ছুটি,

আকাশ যেন আজ আলোয় ঢলমল।


আধোঘুম আধো জাগ্রতে দাড়াই বাতায়নে

হঠাৎ দৃষ্টি নিক্ষিপ্ত হয় লাইটপোস্টের সংলগ্নে,

অনাহত পাগলী এক করিতেছে নানান অঙ্গভঙ্গী

আমি ফিকে হাসি দিলাম

পরক্ষণেই বুকচিরে বেড়িয়ে গেল দীর্ঘ নিঃশ্বাস।

আহা বেচারি! ওর কাছে পৃথিব মনে হচ্ছে অশ্বডিম্ব

যার নাই কোন অর্থ বা বিশ্বাস।


সেই থেকে শুরু আমার নিত্য আসা-যাওয়া 

 রাত জেগে ওর পাগলামি দেখা

ধরেছে আমায় নেশা, 

হঠাৎ একদিন এ বিশ্বভ্রক্ষ্মান্ড যেন

পড়লো আমার মাথায়

পাগলীর কোলে এক মানব শিশু দেখা যায়।


আচ্ছা, ওখানে পাগলী ছাড়া দেখতাম 

কতোগুল বেওয়ারিশ কুকুর ? 

হাজার প্রশ্নবানে জর্জরিত হয়ে

 মিলাতে পারি না উত্তর,

আচ্ছা, পাগলীর কি ছিলো জৈবিক ক্ষুধা?

মানুষ জাগ্রত হয় কাম ক্রোধ ষষ্ঠ ইন্দ্রীয়ে

পাগলীর কোলে শিশু এলো কার বিকৃত ইশারায়?


ব্যাকুলচিত্তে খোঁজি সেই উত্তরখানা

আমি যে হয়েছি দন্ডিত, আত্মহারা

মানুষ হয়ে বিবেকের দংশনে হয়েছি পথহারা।

মানুষের মতো দেখতে তারা স্বভাব কুকুরের

পার্থক্য শুধু কুকুরের মতো করেনা

ঘেউ ঘেউ,

পাগলীর সন্তানের বাবা তারাই হয় তো কেউ।

আর্কাইভ