পিঞ্জরমুক্ত পাখি

Author

কালেরতরী

৯ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১৪:৩৫

পিঞ্জরমুক্ত পাখি

                            -হোসনেয়ারা বেগম

আমার মনের গহীন গহ্বরে

তুই যে আমার পোষ না মানা পাখি
আপন করে কেমনে তোরে
বুকের ভেতর লুকায়ে রাখি।

যাবিই যখন উড়ে  ওরে
আমি কেমনে রাখি তোরে ধরে
সেই বিশ্বাস নেই যে আমার বুকে।
পাখি তোকে নিয়ে  ব্যর্থতা মোর

মিটবে না আর সজ্ঞানে,

আমি তোকে মুক্তি দিলাম

হ্নদয় থেকে সংগোপনে।

যারে উড়ে যা অন্য কোথায়

অন্য কোনো মনের আঙ্গিনায়

স্বাধীন মনে উড়ে যারে,

মুক্ত কোন আকাশ পানে।


পোষ না মানা পাখি আমার

যারে উড়ে মুক্ত মনে

মন পবনের বনে বনে

সুখ ছড়া তোর আপন প্রাণে।

মমতার বাঁধন আমি দিলেম খুলে

রাখব না আর বেঁধে তোরে আপন আচঁলে,

কেউ তোরে পোষবে কি-না

নাইবা হলো আমার জানা,

মনে রাখিস তোর সুখ দুঃখের

সারথি ছিলাম আমি একজনা।


কতটা বাসতাম ভালো তোকে

জানে আমার অন্তর্যামী

মুক্ত বিহঙ্গ হয়ে উড়বি যখন তুই

আমি তোকে জোড় করে রাখবো না ঐ

মোর আঁচল তলে।


এই  পৃথিবীতে কে ছিলো তোর আপন

বন্দীদশায় হবে না তোর জানা

স্বাধীন স্বপ্ন দেখবি যখন

যেনে যাবি আসল তখন।

হয় তো আমি থাকবো না আর

একাকিত্বের নিঃসঙ্গতায়,

যদি তখন তোর মন কাঁদে হতাশায়

যদি পেয়েই বসে তোরে

ওরে আমার পোষ না মানা পাখি

জেনে রাখিস আমি ছিলাম তোর

শুভাকাঙ্ক্ষী।

 

বিরাহ ব্যথায় পড়ে যদি মনে আমায়

ফিরে আসিস আমার মন পিঞ্জীরায়

তখন যদি বার্ধক্য ছুঁয়ে যায় দেহে

তবুও তোরে রাখবো ধরে নিজের সীমানায়।

পোষ না মানা পাখি!

জেনে রাখিস তুই থাকবি আমার

হ্নদকমলে, তোরে আমি কেমনে

ছেড়ে থাকি।

তবু হ্নদয় নিংড়ানো ব্যথা ভুলে

তোরে মুক্তি দিলাম ভুলে যা তুই পরাধীনতার গ্লানি।


পোষ না মানা পাখি!

জেনে রাখিস তোরে ছাড়া

থাকবে আমার নিথর দেহখানি,

তবুও তোরে রাখবো না আর

আমার মনপাবনের নায়,

যারে উড়ে যা তুই মুক্তি দিলাম বায়

ফিরে আর আসিস না তুই মোর আঙ্গিনায়

পরে থাকবো আমি শুন্য পিঞ্জীরায়।

আর্কাইভ