পোস্ট মাস্টারের রতন
কালেরতরী
৪ নভেম্বর , ২০২১ ( বৃহস্পতিবার ) ১৬:৪৬পোস্ট মাস্টারের রতন
-তাহমিন
আরা বেগম
রবিঠাকুর
খুব জানতে ইচ্ছা করে,
কেন এল না ফিরে তোমার পোস্ট মাস্টার
রতনের জন্যে আবার!
‘দাদাবাবু’র জন্য রতনের
সেই ব্যাকুল চিত্তের অপেক্ষার,
অবসান ঘটলো না কেন আর!
এর উওর কোনদিন কি মিলবে?
খুব জানতে ইচ্ছা করে।
‘গল্পগুচ্ছ’-এর সেই গ্রাম্য বালিকা রতন
ক্ষীণ আশা-ছলনায় ভুলে,
অশ্রুজলে ঘুরে বেড়ায় পোস্ট আপিসের ধারে।
উলাপুর গ্রামের সেই অসর্ম্পূণ গল্পকথা
ঘুরে ফিরে জন্ম দেয় মম কল্পলোকে এক মর্মব্যথা।
মিথ্যা আশার মায়াজালে জড়িয়ে
আমার নারীহৃদয়ও রতনের মতন স্বপ্নের জাল বোনে।
রবিঠাকুর,
মনে মনে ভাবি আমি
যদি এমন হতো,
নৌকা ঘুরিয়ে পোস্ট মাস্টার
আবার আসতো ফিরে
নৌকা থামিয়ে, ‘রতন’ বলে যখন ডাকত,
ছুটে এসে হাঁপাতে হাঁপাতে সে বলতো
“দাদাবাবু ডাকছ?”
যদি তুলে নিত অনাথিনী রতনকে
পোস্ট মাস্টার তার নৌকায়
তবে ‘পৃথিবীতে কে কাহার’
তার সত্যতা থাকতো কি আর!
কিন্তু জানি আমি
জগৎ জুড়ে এমনি নিয়ম শুধু,
কত বিচ্ছেদ, কত মৃত্যু
যে যায়, সে ফিরে না কভু
জীবনে যেমন আছে বিচ্ছেদ-বেদনা।
রতনের ভ্রান্ত আশার
তেমনি নেই কোনো কিনারা!
পোস্ট মাস্টার মনেও তাই
সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি
জন্ম দেয় নি কোনো অব্যক্ত ভাবনা রাশির।