বকেয়া বেতন পাচ্ছে না স্টাইল ক্রাফটের শ্রমিকরা

Author

কালেরতরী

১ নভেম্বর , ২০২১ ( সোমবার ) ১৫:০৮

গাজীপুরের স্টাইল ক্রাফট গার্মেন্টস কারখানার শ্রমিক-কর্মচারীরা প্রায় ৮০ কোটি বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন । গত কোরবানির ঈদের ঠিক আগেরদিন কারখানা বন্ধ করে ‘লাপাত্তা’ হয়েছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  শামস আলমাস সুখ। শ্রমিকরা বলছেন, ৪ হাজার ৩০০ শ্রমিক-কর্মচারী পদভেদে ৪ থেকে ১১ মাসের বেতন পাননি। এরসঙ্গে রয়েছে দুটি ঈদ বোনাসও। সোমবার (১ নভেম্বর) সপ্তম দিনে গড়িয়েছে তাদের অবস্থান কর্মসূচি। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম প্রতিমন্ত্রী, শ্রমিক প্রতিনিধি ও কারখানার মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পাওনা ৮০ কোটি টাকার বিপরীতে তাৎক্ষণিকভাবে মাত্র আড়াই কোটি দিতে চায় মালিকপক্ষ। শ্রমিকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আর্কাইভ