বর্গা চাষী

Author

কালেরতরী

৫ অক্টোবর , ২০২১ ( মঙ্গলবার ) ০৯:৩৮

বর্গা চাষী

-হোসনেয়ারা বেগম

 

গ্রাম্য আঁকাবাকা মেঠো পথে

চলছে কৃষক লাঙ্গল, জোয়াল নিয়ে ক্ষেতে

ফলাইতে সোনালী ফসল লাঙ্গলের ফলায় ফলায়, কঠিন মাটি ভাঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে

ক্লান্ত সে তপ্ত দুপুরে বসে গাছ তলায়

শীতল হওয়ায় শরীর জুড়ায়। কৃষাণী খাবার নিয়ে করে আয়োজন 

আজ সে রেঁধেছ আলু বেগুন ব্যাঞ্জন

কৃষক ক্ষেতের আলে বসে করে ভক্ষণ।

তৃপ্তির ঢেঁকুর তুলে কৃষক হাসি মুখে কয়

বউ তোর হাতের রান্না বড়ো সাধ হয়।

কৃষাণী হাসি মুখে কয় কি আর রেঁধেছি এমন 

মোদের ভাগ্যে কী ভালো খাবার জুটেছে কখন?

মোরা তো গরীব বর্গা চাষী

মালিকের ঘরে ফসলের ভাগ চলে যায় বেশী।

কলুর বলদের মতো খেটেই যায় মোদের জীবন

মোদের ভাগ্যের হয় নাকো পরিবর্তন।

কৃষক দীর্ঘশ্বাস ফেলে চলে যায় মাঠে চালায় লাঙ্গল ক্ষিপ্ত হাতের টানে,

মাথার উপর চৈত্র মাসের আগুন ঝড়া রোদ

মনে তার আজ বড়ো ক্ষিপ্ত ক্রোধ,

এই জমীনটুকু তাহার তো হতে পারতো

বিধাতার তরে এইটুক পাওয়া ছিলো কি অপরাধ?

পশ্চিম আকাশে রক্তিম সূর্য যাচ্ছে অস্তাচলে

কৃষক লাঙ্গল জোয়াল বয়ে চলছে গৃহ পানে,

পা দুটো তার ক্লান্তিতে যেন লেপটে যাচ্ছে মাটির সনে 

 তবু তাকায় বারবার আরশ পানে ব্যর্থ শ্রমের টানে,

বুধুুঁয়ার কথা কেবলই বাজে কানে।

মোরা তো বর্গা চাষী মোদের ভাগ্যের উত্থান

হবে কোন কালে?

আর্কাইভ