বলাকা সাথী

Author

কালেরতরী

২৩ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১৩:২৫

বলাকা সাথী

                       -শামীম আরা পারভীন

 

শিশির বিন্দুর হিম স্পর্শে

ভেঙে গেল স্বপ্নের ঘোর,

ঘুম চোখে চেয়ে দেখি

সুনীল আকাশপটে

ফুটেছে যেন এক অস্পষ্ট প্রতিচ্ছবি

ওরা কি চঞ্চল মেঘমালা?

 

নাকি হাজারো মাইলের পথ দিয়ে পাড়ি

অবশেষে এলে তুমি, প্রিয়

একঝাঁক বলাকা সারির  মধ্যমনি হয়ে?

এসো,এসো,এসো প্রিয়

শিরে উজ্জ্বল রাজচিহ্নপুচ্ছধারী সাথী

এসো হে!

কতদিন রয়েছি প্রতীক্ষায়

আমি বাংলার এক ঝিল

নীলচে-সবুজ বসনা, স্বচ্ছসলিলা প্রিয়া তোমার

আমার জলে উষ্ণ প্রস্রবনের ছোঁয়া পাবে,

পাবে কলমি দাম আর শ্যাওলার

প্রাকৃতিক সুগন্ধ

পথক্লান্ত প্রিয়,এসো

পদ্মপাতায় সাজিয়ে দেব

জলজ আহার

 

জানো কি প্রিয়?

কত প্রতীক্ষার গুনেছি প্রহর

কত নিশি দেখেছি স্বপন তোমার

অবশেষে এলে?

চঞ্চল, গর্বিত বলাকা কুমার

তোমার রাজসিক ডানার ঝাপটায়

কাঁপন জাগুক বুকে!

উদ্দাম হুটোপুটি হুল্লোড়ে

চলুক জলোৎসব

 

এসো প্রিয়,

বাংলার মিঠে রোদ করবে আদর

ভোরের গান শোনাবে দোয়েল

বঙ্গজননী এঁকে দেবে মায়ার কাজল

তুষার আর বরফরাজ্য ছেড়ে

চলে এসো

এসো উষ্ণতার ছোঁয়া পেতে

প্রেমের পরশ পেতে

এসো হে, প্রিয় আমার

এসো হে,সুদর্শন বলাকা সাথী

আর্কাইভ