বাবাকে মনে পরে

Author

কালেরতরী

১২ অক্টোবর , ২০২১ ( মঙ্গলবার ) ১০:৩৫

বাবাকে মনে পরে
                  -হোসনেয়ারা বেগম
বাবাকে মনে পরে
শৈশবে ছোট্ট দুটো হাতে বাবাকে
স্পর্শ করা ছিল স্বপ্নের বসবাস,
বাবার স্নেহের উওাপ যেন ভালোবাসার
অজন্ম লালিত স্বপ্ন সাধ।

বাবা যখন বলতো ডেকে খুকি আয়
আমি যেন থাকতাম  ঐ মধুময়
ডাকের অপেক্ষায়,
বাবার বুকে ঝাপিয়ে পড়তাম শতসহস্র
মায়া মমতায়।

বাবার আদর মাখা স্নেহের  পরশ
যেন শিশির ভেঁজা সকালের নরম ঘাস,
এ যেন ভালোবাসার অনির্বাণ
ম্রিয়মান হয়ে বুকেতে জাগায় শিহরণ।

মনে পরে, খুব মনে পরে  শৈশবের সরলতা
মায়ের বকুনি ভাইয়ের শাসনে থাকতাম
মুখটি করে হাড়ি,
অপেক্ষা কখন  বাবা আসবে বাড়ি
ঝাড়তাম নালিশের ফুলঝুরি।

বাবা কপালে রাখিয়া স্নেহের চুম্বন
সবাইকে বলতো এতো সাহস কার?
আমার পাখিটাকে করে শুধু শাসন
না হয় মা আমার করে একটু  দুষ্টামী
তাই বলে বকবে কেনো শুনি?
মা আঁচলে মুখ ঢেকে সরে যায় দূরে
মিস্টি হেসে ভাইয়া ভেগচি কাটে,
আহা বাবার আদরের ধন
যাকনা বাবা বাহিরে বুঝবে মজা তখন।

মনে পরে, খুব মনে পরে বাবার হাত ধরে
প্রথম স্কুলে যাওয়ার কথা
বাবার স্নেহের বাণী  ফুরায় না যেন মমতরে
সাত মনিহার শুভে যেন বাবার ঠোঁটে।

মাগো এই তো তোমার জীবনে প্রথম গমন
শিক্ষক শিক্ষিকা তোমার গুরুজন
তাদের কথা শুনিবে দিয়ে মনপ্রাণ,
কখনো করোনা তাদের কোন অসম্মান।

মাগো পড়াশুনায় মনোনিবেশ করতে
করোনা অবহেলা,
এখান থেকে উঠতে পারলে জিতবে তুমি
জীবনের সব বেলা।

দোয়া করি তোমার নামে ভাবের লহরি
বাঝে যেন সর্বদা।
জীবনের এই পরন্ত বেলায় মনে পরে খুব
মনে পরে বাবার অমোঘ বাণী
নীরবে নিভৃতে চোখে আসে পানি,
আজ বাবা নাই আছে তার স্মৃতি অম্লান
বাবা ওপারেতে ভালো থাক তুমি

আর্কাইভ