ব্রাহ্মণবাড়িয়ায় আবারও দুই পক্ষের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক
কালেরতরী
১ নভেম্বর , ২০২১ ( সোমবার ) ১৫:১৬ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে এবং জেনারেল হাসপাতালে তুচ্ছ ঘটনা নিয়ে দুই দফা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে বলে আমাদের প্রতিনিধি জানান। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের মোহাম্মদ জুয়েল মিয়া প্রায়শই তার স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে একই এলাকার শ্বশুরবাড়ির মাজু মিয়া প্রতিবাদ করলে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত অবস্থায় দুই পক্ষের অন্তত ২৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসা নিতে এসে সেখানে দুই পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান ফটক আটকে দেন। খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষের অন্তত ২০ জনকে আটক করে নিয়ে যায়।