ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হলো বার্বাডোস

Author

কালেরতরী

৩০ নভেম্বর , ২০২১ ( মঙ্গলবার ) ১১:৫০

ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হলো বার্বাডোস। ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথকে আনুষ্ঠানিক ভাবে সরকার প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বার্বাডোস। এখন দেশটি সম্পূর্ণভাবে রিপাবলিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করল। বিবিসি’র খবরে বলা হয়েছে, ব্রিটিশ রানিকে সরকার প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের উপনিবেশের অবশিষ্ট অংশও শেষ করল দেশটি। বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে গতকাল সোমবার মধ্যরাতে ডেম স্যান্ড্রা ম্যাসন সে দেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ সময় চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়েন। এছাড়া জনাকীর্ণ হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

আর্কাইভ