ভুল শুধু ভুল
কালেরতরী
১১ জানুয়ারী , ২০২২ ( মঙ্গলবার ) ১২:০২ভুল শুধু ভুল
-হোসনেয়ারা বেগম
স্নিগ্ধ এক সুষমা শান্ত সকালে
শিশির ভেঁজা ঘাসে পাঁ ডুবিয়ে
আমি শিহরিত হলাম,
সূর্যের সুকোমল আলোয়
আমি বাকরুদ্ধ হয়ে ভাবলাম
বাহ! কি শান্ত সুশীতল রুপ তার,
কে বলবে তার আস্তিত্ব প্রখর
জীবনের প্রথম প্রহরে সেটা ছিল
আমার প্রথম ভুল।
আমি মৌনমুগ্ধ হয়ে ভালোবাসলাম
জানতে চাইনি তার প্রখরতার উষ্ণতা
শুধুমাত্র অন্ধের মতো ছড়ালাম মুগ্ধতা,
আমার মনের পিঞ্জরে ছিল তখন
বসন্তের মাতাল শিহরণ আমার আবেগ
উচ্ছ্বাস স্বপ্ন সাধ ছিল বিস্তর
সেটা ছিল আমার জীবনের দ্বিতীয় ভুল।
আমি ভাবি নি সময়ের কালক্ষেপে
সে দেখাবে আঁধারের প্রখরতা
তীব্র আগুনে পোড়াবে আমাকে,
তার চরিত্রের ভাস্কর্য আকঁবে
জ্বলন্ত আগ্নেয়গিরি যা ছিল আমার মনের বাসনা
সেটা ছিলো আমার জীবনের তৃতীয় ভুল।
আমি সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে
অদ্ভুত চঞ্চল হলাম কৈশোরের উল্লাসে
সমুদ্রের নোনাজল আমাকে সঙ্কেত দিল
আর যেও না চোরাবালিতে তলিয়ে যাবে
আমি শিহরিত হলাম
সেটা ছিলো আমার জীবনের চতুর্থ ভুল।
আমি পাহাড়ের ঢালে দাড়ালাম
পাহাড় আমাকে মৌনতা শিখাল আর বলে দিল
ধৈর্য হারা হলে চলবে না,
আমি জোসনাস্নাত রাতের কাছে গেলাম
জোসনা শুধালো আমায় এসো হাতে রাখ হাত
ভুলে যাও ব্যথার প্লাবন
করি আকণ্ঠ চিত্রে জোসনায় অবগাহন।
সব ভুল ভুলে যাও এখন যৌবন তোমার
ডানা মেলা গাঙচিলের ন্যায় উদ্দাম বেগে
খুঁজে নাও নতুন জীবন ,
সুবিন্যস্ত মহিরুহ হয়ে নতুনত্বের বন্ধনে কর মেরুবন্ধন
হ্নদকমলে যত সূখ আছে সব ঢেলে দাও চরন তলায়
জীবনের ভুলগুলো চলে যাবে অবলীলায়।