ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Author

কালেরতরী

১৬ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১১:০৬

যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কিছূ শর্ত সাপেক্ষে। দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি। দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিদের জন্য আগামী ৮ নভেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মহামারি করোনাভাইরাসের কারণে ২১ মাস বন্ধ থাকার পর এ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি। শুক্রবার হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, “ভ্রমণের ৭২ ঘণ্টা আগে যাদের কোভিড নেগেটিভ ফলাফল থাকবে তারাই প্রবেশ করতে পারবেন।” ইউরোপের বিভিন্ন দেশসহ মোট ৩৩টি দেশের ওপর থেকে তুলে নেওয়া হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। কোভিড সনদ থাকাও বাধ্যতামূলক করেছে বাইডেন প্রশাসন। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনেও থাকতে হবে না ভ্রমণ পিপাসুদের। এর আগে, ২০২০ সালের মার্চ থেকে ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। 

আর্কাইভ