ভয়াবহ যানজটে নাকাল ফেরিঘাট

Author

কালেরতরী

৩০ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১২:৪৯

ফেরিডুবি, নাব্যতা সংকট ও যানবাহনের চাপে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। জনগন পড়েছে চরম দুর্ভোগে। যানবাহনের চাপে ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছে । গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহনকে দুর্ভোগ থেকে বাঁচতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এড়িয়ে সিরাজগঞ্জের যমুনা সেতু ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপের বৃদ্ধির কারণে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে কিছুটা সমস্যা হচ্ছে। দুইটি ফেরি মেরামতের জন্য ডকইয়ার্ডে রয়েছে। সেই দুইটি ফেরি বহরে যুক্ত হলে সমস্যার সমাধান হবে।


আর্কাইভ