মানস কুমার

Author

কালেরতরী

৭ নভেম্বর , ২০২১ ( রবিবার ) ১১:০৭

মানস কুমার

                             -শামীম আরা পারভীন


তোমারে দেখেছি শিমুলে পলাশে

কাশের গুচ্ছে

দূর্বা ঘাসে।

 

কৃষ্ণচূড়া আর হিজলের ডালে

শান্ত হ্রদে

ঝর্ণার জলে।

 

দেখেছি তোমারে পাহাড়ের ভাঁজে

প্রান্তর মাঝে

গোধূলি লগ্নে

মায়াবী সাঝেঁ।

 

তোমারে দেখেছি সাগর বেলায়

লীলা-লাস্যে

সহচর দলে।

 

তোমারে দেখেছি মরুর চন্দ্রিমায়

মেরু জ্যোতির

স্বর্গপ্রভায়।

 

তোমারে দেখেছি বাতায়ন খুলে

মৃদুমন্দ ভোরের

হাওয়ায়।

হেঁটে যেতে ঐ   দূরের পথে।

 

দেখেছি তোমারে পাহাড় চূড়ায়

সাদা মেঘেদের

স্বপ্নভেলায়

ভেসে যেতে ঐ আকাশ গাঙে।

 

তোমারে দেখেছি প্রমোদ খেয়ায়

লীলায়িত তনুর

মধুর ছলায়।

 

শিশির সিক্ত শিউলি বোঁটায়

যত্নে আঁকা

মায়া আল্পনায়।

 

নদীর কিনারে চঞ্চল হাওয়ায়

হেমন্তরাতের

তারার মেলায়।

 

হিমেল রাতে তোমায় দেখেছি

ধূমায়িত কফির

উষ্ণ পেয়ালায়।

 

তোমারে দেখেছি নীল জোছনায়

বসন্তোৎসবে তরুণ তরুণীর

মিলন মেলায়।

 

ভোরের স্বপনে দেখেছি তোমারে

মধুর হাস্যে

ডেকেছিলে আমায়

কোন এক রাজার কুমার বেশে।

 

তোমারে দেখেছি হৃদয় মাঝারে

অনিন্দ্য রূপে

চিরদিনের হে মানস কুমার!

আর্কাইভ