যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসছে তালেবানের শীর্ষ নেতারা

Author

কালেরতরী

৯ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১০:৪৬

তালেবান শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। আজ শনিবার ও আগামীকাল রোববার কাতারের রাজধানী দোহায় এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দোহায় বৈঠকে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তর, সহায়তা সংস্থা ইউএসএইড ও মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তবে এবারের আলোচনায় আফগানবিষয়ক মার্কিন বিশেষ দূত জালমাই খলিজাদ উপস্থিত থাকছেন না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে থাকবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি টম ওয়েস্ট ও ইউএসএইডের মানবিক সহায়তাবিষয়ক কর্মকর্তা সারাহ চার্লস। তালেবানের পক্ষে আলোচনা করবেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা।

আর্কাইভ