রাবি ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ
কালেরতরী
১০ অক্টোবর , ২০২১ ( রবিবার ) ০৯:৩৩রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবে। এর আগে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলের ফাইল উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের কাছে হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে কৃতকার্য শিক্ষার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নিজেদের পছন্দের বিষয় (সাবজেক্ট) বাছাই করার সুযোগ পাবেন। চূড়ান্ত মনোনীত শিক্ষার্থীদের ভর্তি ২৫ অক্টোবর থেকে শুরু হবে। গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।