রামোসকে বিদায় দিতে পারে পিএসজি
কালেরতরী
১ নভেম্বর , ২০২১ ( সোমবার ) ১৫:৫৪প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার ৪ মাস হয়ে গেলেও এখনও ফরাসি ক্লাবটির হয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেকই হয়নি সার্জিও রামোসের। ফ্রি ট্রান্সফারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন প্রায় চার মাস আগে। কিন্তু এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেকই হয়নি সার্জিও রামোসের। কবে মাঠে নামবেন তারও নিশ্চয়তা নেই এখনও। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিলের কথাও ভাবছে পিএসজি। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে এ কথা জানা যায়। ফরাসি গণমাধ্যম লে প্যারিসিয়ানের মতে, পরিস্থিতি বিবেচনায় রামোসকে ছেড়ে দেওয়া পিএসজির জন্য অসম্ভব কিছু না। এ বছরের ৫ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চেলসির বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন সার্জিও রামোস। এরপর ক্লাব কিংবা আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচেই মাঠে দেখা যায়নি তাকে।